এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
Published : 12 Oct 2023, 11:59 PM
জমি নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি উপজেলায় বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পশ্চিম সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি নাজমুল হাসান।
নিহত শফিকুল আলম (৩৭) ওই গ্রামের ছাইদুল আকনের বড় ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। আটক যুবকের নাম ছায়েম আকন (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য শফিকুল এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে যান। এ নিয়ে ছোট ভাই ছায়েমের সঙ্গে একাধিকবার কথা বলেও বিরোধ নিষ্পত্তি করতে পারেনি তিনি।
বিকালে শফিকুল বাড়ি থেকে বের হওয়ার সময় পেছন থেকে কাঁচি (সিজার) দিয়ে তার মাথায় কয়েকটি কোপ দেয় ছায়েম। এতে ঘটনাস্থলেই মারা যান শরিফুল। পরে স্থানীয় লোকজন ছায়েমকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ওসি নাজমুল হাসান বলেন, “খুনের কারণ আপাতত বলতে পারব না। প্রাথমিকভাবে জেনেছি, তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। নিহতের ছোট ভাইকে আটক করা হয়েছে।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।