নীলফামারীতে স্টেশনের শৌচাগার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শৌচাগারে প্রবেশের পর ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান বলে ধারণা করছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2023, 02:23 PM
Updated : 27 May 2023, 02:23 PM

নীলফামারীর ডোমার উপজেলা রেলওয়ে স্টেশনের শৌচাগার থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয় বলে সৈয়দপুর রেলওয়ে থানার এসআই মো. মনিরুজ্জামান জানান।

নিহত ৫৫ বছর বয়সী তাহিরুল ইসলাম উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়ার ফজল উদ্দিনের ছেলে। তিনি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

স্টেশন মাস্টার মো. আশরাফুল ইসলাম বলেন, “ভোরে যাত্রীর মাধ্যমে স্টেশনের শৌচাগারে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর পাই। তাৎক্ষণিক বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা ও ডোমার থানা এবং ফায়ার সার্ভিসকে জানাই।”

“পরে সকাল সোয়া ছয়টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারকে খবর দেওয়া হয়।”

পরিবারের বরাতে স্টেশন মাস্টার আরও জানান, তাহিরুল হৃদরোগে আক্রান্ত ছিলেন। ব্যবসায়ীক কাজে বিরামপুর যাওয়ার কথা বলে শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন তিনি। রাতে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে সবশেষ কথা হয় তার।

শৌচাগারে প্রবেশ করার পর ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান বলে ধারণা করছে পুলিশ।

এসআই মনিরুজ্জামান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।