লঞ্চে প্রায় চার শতাধিক যাত্রী ছিল। দুর্ঘটনার পরে লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
Published : 20 Apr 2024, 02:21 PM
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে মাঝের চর এলাকায় একটি লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লঞ্চটি দ্রুত নদীর পাড়ে ভিড়িয়ে দিলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন ৮ যাত্রী।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চে এই দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইমচর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, লঞ্চে প্রায় ৪ শতাধিক যাত্রী ছিল। দুর্ঘটনার পরে লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। নৌ পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নামতে গিয়ে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, “বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কর্ণফুলী-৩ এর যাত্রীদের মধ্যে অর্ধেক কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ঢাকায় নেওয়া হচ্ছে। অন্যদেরও আরেকটি লঞ্চের মাধ্যমে গন্তব্যে পৌঁছানো হবে। কর্ণফুলী-৪ লঞ্চের মাস্টার মোবারক হোসেন আমাকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।”
তিনি আরও বলেন, “ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ আমাদের তদন্ত টিম ঘটনাস্থলে কাজ করছে। কীভাবে লঞ্চে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে খবর পেয়ে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।