পাবনা শহরের নিম্নাঞ্চলে পানি জমে অনেকে পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
Published : 06 Oct 2023, 06:18 PM
কয়েকদিনের ভারি বর্ষণে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর রেলস্টেশনের সংযোগ সড়ক ধসে গেছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল; পাশাপাশি রেলস্টেশনে যেতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
টানা বৃষ্টিতে জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ; সেইসঙ্গে সদর উপজেলার কবরস্থান পানিতে তলিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, কাশিনাথপুর ডাবতলা থেকে কাশিনাথপুর রেলওয়ে সড়কের হেদায়েতপুর গ্রামের মোড় পর্যন্ত সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের নিচ দিয়ে ইঁদুরের গর্ত থাকায় সেখানে পানি প্রবেশ করে সড়কটি ধসে গেছে বলে ধারণা এলাকাবাসীর।
এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পূর্ব পাড়ায় ঝড়ো বাতাসে চারটি পরিবারের ছয়টি টিনের ঘর ভেঙে গেছে। এ ছাড়া কয়েকটি ঘরের চালের টিন উড়ে গেছে।
বাতাসে বড় গাছ পড়ে মজনু, ইউছুফ আলী, ইঊনুছ আলী ও শহীদের ঘর ভেঙে গেছে বলে জানান কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সাজিবুল হাসান সুজন।
তিনি বলেন, সড়কটি ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রেলস্টেশনে যাওয়ার জন্য যাত্রীদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি উপজেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত রাস্তাটি ঠিক করা হবে।
এদিকে গত দুই দিনব্যাপী বিরামহীন বর্ষণে পাবনা শহরের নিম্নাঞ্চলে পানি জমে অনেকেই পানিবন্দি হয়ে পড়েছেন। সড়ক পানিতে ডুবে যাওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে। জেলার বিভিন্ন এলাকার খাল-বিল, চাষ করা পুকুরও পানিতে ডুবে গেছে।