“ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে।”
Published : 02 Sep 2024, 02:21 PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে সঞ্জয় পাল জয় নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানিয়েছেন।
সঞ্জয় গাইবান্ধা শহরের মাস্টার পাড়ার রঞ্জিত পালের ছেলে। তিনি ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী।
ওসি মাসুদ রানা বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় সোর্পদ করা হবে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে তিন দফায় চিকিৎসকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। তখন থেকেই সেখানে চিকিৎসা সেবার অচলাবস্থা শুরু।
এরপর রোববার ঢাকা মেডিকেলের অন্য চিকিৎসকরাও ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতিতে সংহতি জানান।
এ অবস্থায় ঢাকা মেডিকেলের চিকিৎসার সব বিভাগে সেবা বন্ধ হয়ে যায়। তৈরি হয় চরম চিকিৎসা সংকট।
চিকিৎসকদের স্পষ্ট দাবি হল হামলাকারীদের আটক ও শাস্তির ব্যবস্থা করা এবং সারাদেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা। দাবি নিয়ে চিকিৎসকরা সরব হলেও সেসব মেনে নেওয়ার আশ্বাস না মেলায় দুপুরে সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন চিকিৎসকরা। সঙ্গে ছয় দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারী চিকিৎসকরা।
সন্ধ্যায় সংকট নিরসনে হাসপাতালের ছয় চিকিৎসকের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু শর্ত জুড়ে দিয়ে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন চিকিৎসকরা। এসব শর্ত না মানা হলে সোমবার সন্ধ্যা থেকে শাটডাউন কর্মসূচিতে ফিরবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চিকিৎসকরা।