গ্রেপ্তার বাবু নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি।
Published : 21 Jan 2025, 12:25 AM
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বিকালে আদালতে নিলে জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোশারফ হোসেন সরকার বাবু (৪০) কে রোববার সন্ধ্যায় শেরপুর শহর থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
বাবু নকলা উপজেলার বাদাগৈড় এলাকার মৃত আজগর আলীর ছেলে। তিনি সাংবাদিকতার সঙ্গেও জড়িত।
নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবু দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি।
স্থানীয়রা জানান, গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন তিনি।
মামলার নথি থেকে জানা যায়, গত ৪ অগাস্ট শেরপুর শহরের খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে চালানো গুলিতে শিক্ষার্থী সবুজ নিহত হন। ছাত্রদের মিছিলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল বহরে থাকা ম্যাজিস্ট্রেটের গাড়ি চাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব ও সৌরভ।
এসব ঘটনায় করা তিনটিসহ মোট চারটি মামলা হয়।
শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার কয়েকটি মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে মোশারফ হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।”
পরে সোমবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।