দুই ঘণ্টার ব্যবধানে লাশ দুটি উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস জানায়।
Published : 06 Mar 2024, 07:11 PM
গাইবান্ধার ফুলছড়িতে বন্ধুদের সঙ্গে নদে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর ১২টার দিকে একজন ও দুপুর ২টার দিকে আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন বলে ফুলছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল বারী জানান।
নিহতরা হল- গাইবান্ধা শহরের থানাপাড়ার আনোয়ার মিয়ার ছেলে রিফসান রাদিম নুহিন (১৫) ও একই শহরের ডেভিড কোম্পানিপাড়ার লিটন মিয়ার ছেলে মেজবাউল হক অমিও (১৫)।
এরা দুজনেই গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তামিম ইসলাম নীরব নামে তাদের এক সহপাঠীর বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল বারী জানান, স্কুল থেকে সকালে তারা ছয় বন্ধু ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে যায়। বেলা সাড়ে ১১টার দিকে সবাই নদে গোসলে নামে। এক পর্যায়ে নুহিন ও অমিও নিখোঁজ হয়।
পরে স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিস কর্মীরা দুপুর ১২টার দিকে একজন ও ২টার দিকে আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন।
ফুলছড়ি থানার ওসি রাজিব বসুনিয়া জানান, তাদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পাশাপাশি স্বজনদের খবর দেওয়া হয়েছে।