তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
Published : 18 Mar 2025, 01:02 PM
লালমনিরহাট সদর উপজেলায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পিস্তল, তিনটি গুলি ও ৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী।
এর আগে সোমবার ভোরে উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- ঢাকার ধামরাই উপজেলার বাংগালা গ্রামের নওশের আলীর ছেলে জুয়েল ইসলাম (২৮), মানিকগঞ্জের শিবালয় থানার শাকরাইল গ্রামের সুবেদ হালদারের ছেলে লিটন হালদার (২৭) এবং একই থানার খালিশা গ্রামের আব্দুল আজিজের ছেলে আসলাম মিয়া (৩৫)।
ওসি নুরনবী বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে করে ওই তিনজন ঢাকায় যাচ্ছিলেন। গোপন খবর পেয়ে কুলাঘাট-বড়বাড়ী সড়কের সাকোয়া টিকটিকি মোড়ে অবস্থান নেয় পুলিশ।
এ সময় সন্দেহভাজন মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, তিনটি গুলি ও ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে জানান তিনি।
ওসি বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে তারা কোথা থেকে এই অস্ত্র ও মাদক সংগ্রহ করেছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছিল, তা নিয়ে তদন্ত করা হচ্ছে।