যশোর থেকে প্রাইভেট কারে বগুড়ায় ফেরার পথে নাটোরের লালপুরে গাড়িটি দুর্ঘটনার শিকার হয় বলে জানায় পুলিশ।
Published : 27 Mar 2025, 01:33 PM
ঈদের ছুটিতে পরিবার নিয়ে যশোর থেকে প্রাইভেট কারে বগুড়ায় গ্রামের বাড়ি ফেরার পথে নাটোরের লালপুরে দুর্ঘটনায় বাবা ও মেয়ের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নিহতের স্ত্রী ও গাড়ি চালক।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কে উপজেলার গোধরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন।
নিহতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার কইপাড়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. শাহরিয়ার আলম ও তার আড়াই বছরের মেয়ে মোছা. সুমাইয়া আক্তার।
আহতরা হলেন- শাহরিয়ার আলমের স্ত্রী আয়শা আক্তার রুমি এবং প্রাইভেট কার চালক। তবে চালকের পরিচয় জানা যায়নি। তারা বনপাড়া পাটোয়ারি হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি ইসমাইল হোসেন বলেন, যশোর থেকে বগুড়াগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ একই পরিবারের তিনজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারি হাসপাতালে নেওয়ার পথে বাবা ও মেয়ের মৃত্যু হয়। আহত শাহরিয়ারের স্ত্রী ও গাড়ি চালক হাসপাতালে ভর্তি আছেন।
তিনি বলেন, প্রাইভেট কারটি পাবনা লেন থাকার কথা কিন্তু দুর্ঘটনা ঘটেছে বনপাড়া লেনে। মহাসড়কের একপাশ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকপাশে এসে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক ও যাত্রীরা আহত হন। কোনো যানবাহন গাড়িটিকে ধাক্কা দেয়নি কিংবা কারো সঙ্গে সংঘর্ষ হয়নি।
চালক ঘুমে আচ্ছন্ন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি ইসমাইল হোসেন বলেন, বাবা-মেয়ের লাশ বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা চাইলে মামলা করতে পারেন।