আহত সাংবাদিকদের হাসপাতালে দেখতে যান বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ কয়েকজন নেতা।
Published : 28 Mar 2025, 06:08 PM
বরিশাল আদালতের প্রবেশ পথে দুই ফটো সাংবাদিককে মারধর ও বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।
শুক্রবার বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বলে ওসি মিজানুর রহমান জানান।
মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ নামধারী ১৩ জন ও অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করা হয়েছে।
ওসি মিজানুর রহমান বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বেআইনিভাবে প্রবেশ করে হামলা, মারধর ও ক্ষয়ক্ষতি করাসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনে গেলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ১২-১৫ জন লোক স্থানীয় দুটি সংবাদ মাধ্যমের দুই ফটো সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর হামলা হয়।
হামলাকারীরা দুই সাংবাদিককে মারধর, তাদের ক্যামেরা, দুটি মোবাইল ভাঙচুর ও নগদ ছিনিয়ে নেন।
এ সময় আদালতের প্রধান ফটকেই এক সাংবাদিকের একটি বাইক পুড়িয়ে দেওয়া হয়।
হামলায় আহত দুই ফটো সাংবাদিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, আহত সাংবাদিকদের দেখতে যান বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ স্থানীয় নেতারা।
এ সময় তারা বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় বিএনপি নেবে না।
এ বিষয়ে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।
আরো পড়ুন:
বরিশালে ২ সাংবাদিকের ওপর ছাত্রদলের 'হামলা', বাইকে অগ্নিসংযোগ