রাজবাড়ীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্য

নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামের কৃষক ইমদাদুল হক বৃষ্টির সময় বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন; সে সময় বজ্রপাত হলে তিনি আহত হন।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2023, 03:33 PM
Updated : 10 May 2023, 03:33 PM

রাজবাড়ীতে আলাদা স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া এলাকার সামাদ জোর্য়াদ্দারের ছেলে ইমদাদুল হক (২৮) এবং কালুখালী উপজেলার মদাপুর এলাকার বাসুদেব সিংয়ের ছেলে কুমত সিং (৪৫)।

কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, কুমত সিং বিকালে মদাপুরে তার বাড়ির কাছের ভুট্টা খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্য দিকে, বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া গ্রামের কৃষক ইমদাদুল হক বৃষ্টির সময় বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সে সময় বজ্রপাত হলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুটি ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন:

Also Read: মাগুরায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাত, নিহত ৩ কৃষি শ্রমিক