বিচারক অভিযোগ তদন্ত করে ভাণ্ডারিয়া থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Published : 15 Jan 2024, 07:53 PM
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় সাংবাদিকের নামে ফেইসবুকে আইডি খুলে সংসদ সদস্য ও তার ভাইয়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সোমবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাপ্তাহিক সংবাদ চিত্রের সম্পাদক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি করেন।
বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে ভাণ্ডারিয়া থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান।
মামলায় উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া এলাকার তাপস মজুমদার ও পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুরার বাসিন্দা সরোয়ার হোসেনকে বিবাদী করা হয়েছে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, বিবাদীরা পিরোজপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের বিপক্ষ দলের নেতাকর্মী। তারা ৫ জানুয়ারি বাদীর নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুকে একটি আইডি খুলেন। পরে সেখান থেকে মহিউদ্দিন মহারাজ ও তার ভাই ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের মানহানিকর বক্তব্য দেন।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় বাদী ভাণ্ডারিয়া থানায় মামলা করতে যান। পুলিশ তাকে সাইবার ট্রাইব্যুনালে মামলার পরামর্শ দেয়।