সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
Published : 22 Jan 2025, 11:37 PM
হবিগঞ্জ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন।
বুধবার বিকালে উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান।
নিহত কাজী দীপু মিয়া ওই গ্রামের কাজী আক্তার হোসেনের ছেলে। তিনি সপ্তাহ খানেক আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত সর্দার কাজী ফরিদ মিয়ার সঙ্গে একই গ্রামের ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু মিয়ার বিরোধ চলছিল। দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পুলিশ চলে আসার পর বিকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহত দিপু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
আহতদের মধ্যে নুর আলী, জানুফা আক্তার, সিজিল মিয়া, সেলিম মিয়া ও আলা উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আলমগীর কবির বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান আছে।