ভোটারের সঙ্গে ভোট দেওয়ার গোপন কক্ষে প্রবেশ করেন পোলিং কর্মকর্তা আব্দুল হালিম।
Published : 26 Jun 2024, 04:40 PM
বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোট কেন্দ্রে গোপন কক্ষে প্রবেশ করার অভিযোগে এক পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার দুপুরে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে রিটানিং কর্মকর্তা ও বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী জানিয়েছেন।
প্রত্যাহার হওয়া পোলিং কর্মকর্তা আব্দুল হালিম উপজেলা বিআরডিবির মাঠ সংগঠক। তিনি টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ৪ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন।
রিটানিং কর্মকর্তা ওহিদুজ্জামান বলেন, ওই কেন্দ্রে ভোটারের সঙ্গে ভোট দেওয়ার গোপন কক্ষে প্রবেশ করেন পোলিং কর্মকর্তা আব্দুল হালিম। সেখানে প্রবেশ করে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটারের আঙ্গুলে চাপ কী ভাবে দেওয়া হয় তা দেখিয়ে দেন।
এ নিয়ে ভোট কক্ষে হট্টগোল শুরু হলে হালিমকে প্রত্যাহার করা হয় বলে জানান ওহিদুজ্জামান।