পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
Published : 30 Jan 2024, 08:51 PM
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরে এক দম্পতি ও তাদের মেয়েকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যার পর নিহত বিকাশ সরকারের স্ত্রীর বড় ভাই সুকমল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন।
এদিন ভোরে উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকার তিন তলা ভবনের তৃতীয় তলার বাসার দরজার তালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান।
নিহতরা হলেন-ওই এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও তাদের একমাত্র সন্তান তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
খবর পেয়ে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে র্যাব, পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
মামলার বাদী সুকমলের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে জানিয়ে ওসি বলেন, পূর্ব শত্রুতার জেরে বোন জামাই, বোন ও ভাগ্নিকে হত্যা করা হয়েছে বলে তিনি মামলার এজাহারে উল্লেখ করেছেন।
তবে রাত ৯টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।