সিফাতের মরদেহ পুকুরে ভাসতে দেখা গেলেও রিয়ামনিকে পাওয়া যায়নি। কিন্তু তার স্যান্ডেল পাড়ে দেখে সন্দেহ হলে পুকুরে জাল ফেলা হয়।
Published : 03 Sep 2024, 02:36 PM
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান।
মারা যাওয়া সিফাত হোসেন (৬) এবং রিয়া মনি (১০) ওই এলাকার রবিউল ইসলামের সন্তান।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, সোমবার বিকালে ভাই-বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করতে যায়। সন্ধ্যার দিকে দুই সন্তানকে বাড়িতে না পেয়ে খুজঁতে শুরু করেন তাদের মা।
এক পর্যায়ে তিনি পুকুর পাড়ে গিয়ে ছেলে সিফাতের মরদেহ পানিতে ভাসতে দেখেন। তার আর্তচিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে সিফাতের মরদেহ উদ্ধার করে।
এ সময় রিয়ামনিকে দেখতে পাওয়া যায়নি। কিন্তু তার পায়ের স্যান্ডেল পুকুর পাড়ে দেখে সন্দেহ হলে পানিতে জাল ফেলা হয়। এক পর্যায়ে তার মরদেহও পুকুর থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারনা, কোনোভাই ছোট ভাই সিফাত পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে পুকুরের পানিতে ঝাঁপ দেয় রিয়া মনি। পরে দুজনই পানিতে ডুবে যায়।
ওসি আরও বলেন, এই ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।