কক্সবাজারে কব্জি কেটে নিয়ে ‘উল্লাস’: পাঁচ আসামি গ্রেপ্তার

২৬ নভেম্বর দুপুরে নাজিরপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত ছিদ্দিক আহম্মদের দুই হাতের কব্জি কেটে উল্লাস করে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2022, 01:20 PM
Updated : 17 Dec 2022, 01:20 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক ব্যক্তির দুই হাতের কব্জি কেটে নেওয়ার মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার বিকালে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ সাদিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়ার নুরুল হক (৩৮), ছৈয়দ উল্লাহ (৩৬), দিল মোহাম্মদ কালু (৫৮), কালু ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং একই ইউনিয়নের শীলবনিয়া পাড়ার আবুল কালাম (৩৮)।

২৬ নভেম্বর দুপুরে নাজিরপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত ছিদ্দিক আহম্মদের দুই হাতের কব্জি কেটে প্রকাশ্যে উল্লাস করে।

ছিদ্দিক আহমদ (৬৫) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা নজির আহমদের ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য এনামুল হকের বড় ভাই মার্কিন মিয়া হত্যা মামলার প্রধান আসামি।

পরিবারের অভিযোগ, সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক ওরফে এনাম মেম্বারের নেতৃত্বে চাঁন মিয়া, শাহাব উদ্দীন, নূরুল হকসহ আরও কয়েকজন মিলে এ ঘটনা ঘটায়। ছিদ্দিক হাসপাতালে চিকিৎসাধীন।

যদিও ইউপি সদস্য এনামুল হক ওরফে এনাম মেম্বার সেই অভিযোগ অস্বীকার করে আসছেন।

সংবাদ সম্মেলনে মেজর সাদিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে উপজেলার হোয়াইক্যং এলাকায় মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ছয় থেকে সাতজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

“গ্রেপ্তার সবাই মামলার এজাহারভুক্ত আসামি। প্রত্যেকের বিরুদ্ধে টেকনাফ থানায় নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।”

গ্রেপ্তারকৃতদের টেকনাফ থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন:

Also Read: টেকনাফে হত্যা মামলার আসামির দুই হাতের কব্জি কর্তন