আব্দুর রাজ্জাক রাজা মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর ছিলেন।
Published : 23 Jan 2025, 10:31 AM
আত্মগোপনে থাকা মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মানিকগঞ্জের সদর থানার ওসি আমান উল্লাহ আমান জানান।
আব্দুর রাজ্জাক রাজা মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর ছিলেন। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে।
মানিকগঞ্জ সদর থানা এসআই তানভীর হোসেন জানান, ২০২৪ এর ১৮ জুলাই ও ৪ অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলা, নাশকতা ও জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তানভীর বলেন, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আব্দুর রাজ্জাক রাজা। দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্তে কাজ করছিল পুলিশ। পরে বুধবার ঢাকার ধানমন্ডিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আমানউল্লাহ জানান, গ্রেপ্তারের পর রাজাকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।