সন্ধ্যায় ওই যুবক রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ‘সোনার বাংলা এক্সপ্রেসে’ কাটা পড়েন বলে জানায় পুলিশ।
Published : 29 Nov 2024, 11:46 PM
ফেনী সদর উপজেলায় ট্রেনের কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে উপজেলার বারাহিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফেনী রেলওয়ে স্টেশন পুলিশের (জিআরপি) এসআই হারুনুজ্জামান রোমেল।
নিহত আবদুল্লাহ আল বাসেদ (২৩) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার মো. খালেদের ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যায় বাসেদ ফেনী রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে বারাহিপুর রেলক্রসিং এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই হারুনুজ্জামান রোমেল বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।