পুলিশ জানায়, তোবারেক সকালে বাইসাইকেল চালিয়ে মাঠে যাচ্ছিলেন।
Published : 21 Feb 2025, 12:07 PM
মাগুরার মহম্মদপুর উপজেলায় তিন চাকার যান নছিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার নোহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান জানান।
নিহত তোবারেক মোল্লা (৪৮) ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তোবারেক সকালে বাইসাইকেল চালিয়ে মাঠে যাচ্ছিলেন। পথে নসিমনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সোহাস হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলে জানায় পুলিশ।