চারতলা ভবনে টিস্যু তৈরির কাঁচামাল মজুদ রাখা ছিল৷
Published : 18 Nov 2024, 09:57 AM
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে আগুন লেগেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, সোমবার ভোর ৫টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, “সকাল ৯টার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”
কারখানার কর্মীরা জানান, কারখানার চারতলা ভবনটিতে আগুন লাগে৷ এ ভবনে টিস্যু তৈরির কাঁচামাল মজুদ রাখা ছিল৷ শুরুতে নিজস্ব ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে শুরু করে৷ কিন্তু আগুন দ্রুতই ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেন৷
ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মন্নান বলেন, “আগুন ছড়িয়ে পড়ায় একাধিক ইউনিট নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে। পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা সম্ভব হবে।”