Published : 30 Nov 2023, 08:57 AM
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুই জনে।
মঙ্গলবার দুপুরে জেলার সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস এ তথ্য জানান।
মৃত রোহানের (১৭) বাড়ি জামালপুর শহরের আলিহারপুর গ্রামে।সে সম্প্রতি মাধ্যমিক (এসএসসি) পাশ করেছিলেন।
সিভিল সার্জন বলেন, রোহান চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ১২ রোগী ভর্তি হয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমানে জেলায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯ ডেঙ্গু রোগী। এর মধ্যে জেনারেল হাসপাতালে ২৮ এবং বাকি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত জেলায় ৯২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে; এ ছাড়া সুস্থ হয়েছেন ৮৭২ জন রোগী বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]