জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অটোপাস দিলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
Published : 31 Oct 2024, 12:11 AM
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীকে অটোপাস দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেছেন, “আমাদের চাপে রেখে ছাত্রদেরকে ব্যবহার করে যারা অটোপাস আদায় করতে চান তাদের উদ্দেশে বলছি, কোনো অটোপাস দেওয়া হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অটোপাস দিলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।”
বুধবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সমস্ত শিক্ষাব্যবস্থা সংস্কারের প্রয়োজনীতা উল্লেখ করে আমানুল্লাহ বলেন, “উপাচার্য হিসেবে ৬২ দিনের অভিজ্ঞতায় মনে হয়েছে যে, দেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে এলোমেলো করে দেওয়া হয়েছে।
“জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে। আমরা প্রায় ২৩০০ কলেজের অভিভাবক। এক মাসের মধ্যে হাজারের বেশি কলেজের গভর্নিংবডি তৈরি করেছি। বাকিগুলোতেও শেষ করার পথে। এটা একটা রেকর্ড।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে এতে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম, অতিরিক্ত রেজিস্ট্রার মো. আমিনুল আক্তার এবং অ্যাকাডেমিক কমিটির চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বক্তব্য দেন।
সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের (অন ক্যাম্পাস) শিক্ষার্থী মাইনুল ফাহিম এবং সালমা সুবহা অনিকা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে তিন লাখ টাকা করে দেওয়া হবে; যার প্রক্রিয়া চলমান বলে জানান উপাচার্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে পায়রা, বেলুন এবং জাতীয় পতাকা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক আমানুল্লাহ।