দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পুলিশ বলছে, গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জব্বার মারা যান।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2023, 11:33 AM
Updated : 1 May 2023, 11:33 AM

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ।

নিহত আব্দুল জব্বার (৬০) ওই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বজলুর রশিদ বলেন, “জয়পুর গ্রামে জমির সেচ পাম্পের ঘরের পাশে আব্দুল জব্বার তার গরুকে ঘাস খাওয়ার জন্য নিয়ে যান। সেখানে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের একটি তারে গরুটি জড়িয়ে যায়।

“এ সময় আব্দুল জব্বার গরুকে বাঁচাতে চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।”

ওসি আরও বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান ও পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন।”

মৃতের পরিবারকে পল্লী বিদ্যুৎ সমিতি ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।