মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
Published : 09 Jun 2024, 03:25 PM
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আট বছর আগের ইজিবাইক চালককে শ্বাসরোধে হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার জামালপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আনোয়ার ছাদাত দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. শফিকুল ইসলাম আক্কাস জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ওই উপজেলার সামর্থবাড়ী গ্রামের সোহাগ, মো. জাকির হোসেন, মো. রুবেল মিয়া এবং ঝালুপাড়া গ্রামের মো. মনি তাহেরি ওরফে মনির হোসেন। এর মধ্যে সোহাগ ও জাকির পলাতক।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১ অক্টোবর সরিষাবাড়ী-তারাকান্দি সড়কের মুলবাড়িতে ব্যাটারি চালিত ইজিবাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়।
ঘটনার পরদিন নিহতের বাবা বগারপাড় গ্রামের আমজাদ হোসেন আঞ্জু বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
পরে পুলিশ সন্দেহজনক ভাবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেপ্তার করে। পরে বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়। এরপর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ঘটনার বর্ণনা দেন।
মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তাদের চারজনকে দোষী সাব্যস্ত করে রোববার আদালত এ রায় দেয়।