Published : 19 Mar 2025, 01:14 PM
নেত্রকোণার মদন উপজেলায় অপহৃত সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে একদিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, মঙ্গলবার রাতে কেন্দুয়া উপজেলার গোগ বাজার এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার ও যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আনোয়ার (২০) মদন উপজেলার বাঁশরী জয়নগর গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাতে ওসি নাহিদ বলেন, “মাদ্রাসা যাওয়ার পথে ছাত্রীকে প্রায় সময় বিরক্ত করতেন আনোয়ার। সোমবার রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই ছাত্রী ঘর থেকে বের হলে আগে থেকেই ওৎ পেতে থাকা আনোয়ার জোরপূর্বক তাকে তুলে নিয়ে যান।
“এ ঘটনায় রাতেই ওই ছাত্রীর চাচা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গোগ বাজার এলাকা থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়।”
তিনি বলেন, মাদ্রাসা ছাত্রীকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে; মামলা দায়েরের পর আনোয়ারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।