নেত্রকোণার দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বোর্ডের বাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
Published : 07 Jul 2024, 10:58 PM
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ভারতীয় চিনিসহ একটি বালুর ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
সোমবার বিকালে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার বোর্ডের বাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয় বলে জানান পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম।
আটকরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম এলাকার ছত্রিশ ঘোষের ছেলে রনজিত ঘোষ (৫২) এবং টাঙ্গাইলের মধুপুর উপজেলার পোদ্দার বাড়ী গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে গোলাম মোস্তফা (৩১)।
ওসি রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভারতীয় চোরাচালানের চিনি বালির ট্রাকের নিচে লুকিয়ে দুর্গাপুর থেকে ময়মনসিংহে নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা। উপরের ছিল বালি আর নিচে থরে থরে সাজানো ছিল ৬০ বস্তা চিনি।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।