এ স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে শুধুমাত্র পাথর আমদানি করা হয়।
Published : 28 Mar 2025, 01:54 PM
ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে টানা নয় দিন আমদানি-রপ্তানি ও লোড-আনলোড বন্ধ থাকবে।
নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে স্থলবন্দরের আমাদানি রপ্তানি ও লোড-আনলোডসহ সব কার্যক্রম ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এ বন্দর দিয়ে ৬ এপ্রিল থেকে ফের সব কার্যক্রম শুরু হবে।
নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এ চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার হচ্ছে না বলে জানান তিনি জানান।
নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে টানা নয় দিন নাকুগাঁও স্থলবন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন ।
এই স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারত ও ভুটান থেকে শুধুমাত্র পাথর আমদানি করা হচ্ছে বলে জানান তিনি।