বিএনপি হামলার কথা বললেও পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানেন না।
Published : 12 Oct 2022, 05:51 PM
চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফেনীতে গাড়িবহরে হামলার অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল দাবি করেছেন, বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের হামলায় তাদের অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
তবে পুলিশ বলছে, তারা এ ধরনের কোনো অভিযোগ পায়নি।
ফেনীর দাগনভূঁঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন দাবি করেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই নিজামপুর কলেজের সামনে বিএনপির গাড়ি বহরে হামলা করা হয়। মোটরসাইকেলে করে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে গাড়িতে থাকা অধিকাংশ বিএনপি নেতাকর্মীরা এদিক-সেদিক পালিয়ে যায়।
“কমপক্ষে সাতটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হয়। পরে তারা ব্যক্তিগতভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে দিকে চলে যায়।”
নিজামপুর কলেজ এলাকায় মহাসড়ক জোরারগঞ্জ হাইওয়ে থানার অধীন।
থানার ওসি নূর উদ্দিন মামুন বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। কেউ কোনো অভিযোগও দেয়নি।”
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আরও বলেন, আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম তিনি জানাতে পারেননি।
হামলা ও ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ খোন্দকার বলেন, “আমি কিছুটা অসুস্থ, আজ বাসা থেকে বের হইনি। বিএনপির ঘটনার সঙ্গে কে জড়িত আমি জানি না, আপনি আমাদের অন্য কোনো নেতার সঙ্গে কথা বলে দেখতে পারেন।”