‘মোহর ফাতেমির’ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমপরিমাণ অর্থ।
Published : 01 Feb 2025, 11:27 PM
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার বাদ আসর টঙ্গীর ইজতেমার ময়দানে ৬৩টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। যৌতুকবিহীন এ বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়ের।
রেওয়াজ অনুযায়ী বয়ানমঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের আয়োজন শুরু হয়। চলে আসর নামাজের আগ পর্যন্ত। নামাজের পর বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়ের।
একটি রেজিস্ট্রারে নাম তালিকাভুক্তির পর হবু দম্পতিতের স্বজনদের কাছে একটি করে ‘সিরিয়াল নম্বর’ দেওয়া হয়।
বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, রেওয়াজ অনুযায়ী কনের অনুপস্থিতিতে অভিভাবকরা থাকেন। বর থাকেন সশরীরে। বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান দেওয়া হয়। এরপর বয়ানমঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় নব দম্পতিদের জন্য।
বর-কনের অভিভাবকরা বয়ানমঞ্চের আশপাশে উপস্থিত লোকজনের মাঝে খেজুর বিতরণ করেন। বিয়েতে মোহরানা ধার্য হয় ‘মোহর ফাতেমির’ নিয়ম অনুযায়ী।
এ নিয়মে মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমপরিমাণ অর্থ।
বিয়ের বিষয়ে নবী হযরত মোহাম্মদ (স.) এর উদ্ধৃতি দিয়ে শুরায়ি নিজামের ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি মো. হাবিবউল্লাহ রায়হান বলেন, “যার সামর্থ আছে সে যেন বিবাহ করে, আর যার সামর্থ নেই, সে যেন রোজা রাখে। এর দ্বারা তারা গুনাহ থেকে বাঁচতে পারে এবং ইমান মজবুত হয়। আর যে বিবাহ যত সাদাসিদা হবে, সেই বিয়ে তত বরকতময় হবে। তাবলীগের মেহনতে এ ধরনের সাদাসিদা আমল নিয়েই কাজ করা হয়।”
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ।
এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি।
আর দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।