হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান বলে জানান ওসি।
Published : 16 Apr 2025, 02:32 PM
বগুড়া সদরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল হেফাজতে নিতে গিয়ে হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের কালিতলা মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি আলমাস আলী।
আহতরা হলেন- ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান এবং এএসআই আহম্মদ আলী। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আলমাস আলী বলেন, রাতে কালিতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতপরিচয় এক নারী ও পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ওই দুই পুলিশ সদস্য। এ সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি হেফাজতে নিতে গেলে আহতদের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়।
হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠিসোঁটা নিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান তিনি।
খবর পেয়ে আরও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে পাঠায় বলে জানান ওসি।
ওসি মঈনুদ্দিন বলেন, আহত পুলিশ সদস্যরা এখন শঙ্কামুক্ত। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।