গাজীপুরে ক্রেনটি সেতুতে গার্ডার ও বড় বড় লোহার বস্তু উঁচুতে উঠানোসহ ভারী কাজে ব্যবহার করা হচ্ছিল।
Published : 15 Apr 2023, 08:48 PM
বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের ক্রেন আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটাল।
গাজীপুরের টঙ্গীতে একটি ক্রেন উল্টে দোকানপাট ও বস্তির উপর পড়ে গেছে; এতে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার স্টেশন রোড এলাকায় প্রকল্পের এ দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান।
এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। পরে বিকল্প উপায়ে তা চালু হয়।
তবে ক্রেনটি কেন উল্টে গেল, সে বিষয়ে প্রকল্পটির পরিচালক কিছু জানাতে পারেননি।
উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, বিআরটির সেই ক্রেনটি সেতুতে গার্ডার ও বড় বড় লোহার বস্তু উঁচুতে উঠানোসহ ভারী কাজে ব্যবহার করা হচ্ছিল। হঠাৎ সেটি উল্টে গিয়ে মহাসড়কের পাশের দোকানপাট ও বস্তির উপর গিয়ে পড়লে পাঁচজন আহত হন।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারও নাম জানাতে পারেনি পুলিশ।
এই প্রতিবেদন লেখার সময় দুইটি উদ্ধারকারী ক্রেন দুর্ঘটনায় পড়া ক্রেনকে উদ্ধার করছিল।
গত বছরের ১৫ অগাস্ট বিআরটি প্রকল্পের একটি ক্রেন দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়। রাজধানীর উত্তরার জসিমউদ্দিন সড়কে গার্ডার তোলার সময় ক্রেনটি নিয়ন্ত্রণ হারালে গার্ডারটি ছিটকে একটি চলন্ত প্রাইভেটকারের উপরে পড়ে। তাতে থাকা পাঁচজন যাত্রী প্রাণ হারান। আহত হন দুইজন।
এরপর নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিআরটি নির্মাণের কাজ শুরু করতে দেওয়া হবে না মর্মে সেসময় ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কার্যকর কোনো ঘোষণা না দিয়েই অনেকটা চুপিসারে এই প্রকল্পের কাজ আবার শুরু হয়েছে।
সরকারি তদন্ত কমিটি এই ঘটনায় চীনা ঠিকাদারকে দায়ী করে ১২ দফা সুপারিশও করে। চীনের রাষ্ট্রদূত লি জিমিং ১৮ অগাস্ট এক বিবৃতিতে বলেন, “তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না।”
টঙ্গীর দুর্ঘটনা নিয়ে বিআরটি প্রকল্পের গাজীপুর অংশের পরিচালক মহিরুল ইসলাম বলেন, “আমি দূরে আছি। পুলিশের কাছ থেকে যতটুকু শুনেছি ক্রেনটি আড়াআড়িভাবে উল্টে গেছে এবং তিন-চারজন আহত হয়েছে।
“আরেকটি বিষয়টি আজ ক্রেনটির ওখানে কোনো কাজ ছিল না। তবে কেন ক্রেনটি উল্টে গেল তা পরে বলতে পারব। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”
উল্টে যাওয়া ক্রেনটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে বিআরটির এ কর্মকর্তা জানান।