সন্ধ্যায় এলজিইডি কার্যালয়ের পার্কিং থেকে গাড়িটি বের করে গেইট অতিক্রম করার পর এক ঠিকাদারের সহায়তায় তাকে আটক করা হয়।
Published : 30 Jan 2025, 10:37 PM
কুমিল্লা জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর গাড়ি চুরি করে পালানোর সময় এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এলজিইডি কার্যালয়ে করিডোরের পার্কিং থেকে ওই যুবক গাড়িটি বের করেছিলেন বলে জানান কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মো. মহিনুল ইসলাম।
আটক মারুফ হোসেন (২২) নগরীর কাটাবিল এলাকার গদার মা কলোনির প্রয়াত নুরুল ইসলামের ছেলে।
এলজিইডির গাড়িচালক মো. রবিউল্লাহ বলেন, “সন্ধ্যায় এলজিডি নির্বাহী প্রকৌশলী স্যারের পাজেরো স্পোর্টস মডেলের গাড়িটি অফিস ভবনের করিডোরে রেখে পাশে চা খেতে গিয়েছিলাম। এরই মধ্যে গিয়ে দেখি গাড়িটি নেই। একজনের ঠিকাদারের গাড়িটি সামনে না পড়লে চোর গাড়িটি নিয়ে যেত।”
রবিউল্লাহর দাবি, ঢাকা মেট্রো-১৩-৯৭৩০ নম্বরের গাড়িটির চাবি তার সঙ্গে ছিল। চোর অন্য কোনো কৌশলে গাড়িটি চালু করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে।
প্রত্যক্ষদর্শী এলজিইডির ঠিকাদার মো. মাহবুবুল আলম সরকার বলেন, “এলজিইডি কার্যালয়ে একটি কাজে আসছিলাম। কার্যালয়ের সড়কে ঢুকতেই নির্বাহী প্রকৌশলীর গাড়িটির মুখোমুখি হয় আমার গাড়ি। এর মধ্যে পেছন থেকে গাড়ি চোর বলে চিৎকার শুনতে পাই। তারপর তাকে আটকাই।”
এত নিরাপদ একটি জায়গা থেকে সরকারি গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার দুঃসাহস দেখে অবাক হয়েছেন এই ঠিকাদার।
এলজিইডি মসজিদে কর্মরত আবদুল আলীম বলেন, “নামাজ পড়ার ফাঁকে দেখি, ওই ছেলে (মারুফ) মসজিদের কোরআন শরীফে চুমু খেয়ে বের হচ্ছে।”
এলজিইডি কার্যালয়ের নিরাপত্তা কর্মী আনসার সদস্য রফিকুল বলেন, “সারাদিন অনেক গাড়ি আসা-যাওয়া করে। আমরা কাউকে জিজ্ঞাসাবাদ কিংবা চেক করি না। স্যারের গাড়িও বেশ কয়েকবার আসা যাওয়া করে। তাই গাড়িটি যখন যাচ্ছিল তখন জিজ্ঞাসাবাদ করা হয়নি।”
ওসি মহিনুল ইসলাম বলেন, গাড়ি চুরির ঘটনায় জড়িত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আটক যুবকের পরিবারের দাবি, মারুফ ‘মানসিক ভারসাম্যহীন’।
কুমিল্লা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিন বলেন, সারাদিন কোথাও বের হননি তিনি। গাড়িটি অফিসেই ছিল। চোরকে পুলিশে দেওয়া হয়েছে, তারা ব্যবস্থা নেবে।