এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Published : 30 Jan 2025, 09:00 PM
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাল থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজগুরু নতুন চরের খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান।
মৃত ইউসুফ হাওলাদার (৬০) গৌরনদী উপজেলার কুড়িরচর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ইসমাইল হাওলাদরের ছেলে।
পরিবারের বরাতে ওসি বলেন, ইউসুফ ১০-১২ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বুধবার তিনি মুলাদী উপজেলায় মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। পরে সেখান থেকে ফিরে আসেন।
“সকালে স্থানীয়রা বৃদ্ধকে খালের মধ্যে উপুর হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে তার স্ত্রী, মেয়ে ও জামাই এসে লাশ শনাক্ত করে।”
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আমিনুল বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।