বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করে ওই ছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Published : 18 Jul 2023, 11:42 PM
সাতক্ষীরার তালায় নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ার অপরাধে তার বাবাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন এই রায় দেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, সোমবার রাতে মির্জাপুরের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই গ্রামের এক ব্যক্তির বিয়ে হয়। এই খবর পেয়ে কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শম্পা ভট্টাচার্য এবং আবৃত্তি শিক্ষক আনিছা খাতুনসহ থানা পুলিশের একটি টিম সেখানে হাজির হয়।
ঘটনার সত্যতা পাওয়ায় ওই ছাত্রীর বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হতে বলা হয়।
তিনি হাজির হলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন তাকে সাতদিনের বিনাশ্রম কারাদেণ্ড দেন।
এ সময় ওই বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
পাশাপাশি বর ও তার বাবাকে হাজির হতে নোটিস পাঠানো হবে বলেও জানানো হয়।