নিজের জুম পোড়ানোর জন্য আগুন দিলে তা মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে এবং আগুনের মাঝখানে পড়ে যান তিনি।
Published : 25 Mar 2025, 11:24 PM
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে জুম পোড়াতে গিয়ে দগ্ধ হয়ে একজনের প্রাণ গেছে।
মঙ্গলবার দুপুরে সাজেকের কংলাক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার জানান।
ওই ব্যক্তির নাম টয়েন ত্রিপুরা (৫০)। তিনি কংলাক পাড়া এলাকার অমিত্য কুমার ত্রিপুরার ছেলে।
ঘটনার বর্ণনায় সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা (জন) বলেন, “নিজের জুম পোড়ানোর জন্য আগুন দিলে তা মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে এবং টয়েন ত্রিপুরা আগুনের মাঝখানে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিতে গেলে পথেই তিনি মারা যান।”