এ ছাড়া শ্রমিক দল অফিস ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে মামলা রয়েছে।
Published : 04 Dec 2024, 06:24 PM
বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী হুদা।
মঙ্গলবার পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
৬৫ বছর বয়সি জাহাঙ্গীর বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। এ ছাড়া বগুড়ায় শ্রমিক দল অফিস ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে।
সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর নান্নুর সোনাতলা বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। সেখান থেকে তাকে আটকের পর বাড়ি তল্লাশি শেষে গ্রামের বাড়ি কাবিলপুরে পুকুর পাড় খামারে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে ছয়টি হাসুয়া, পাঁচটি চাকু, ছয়টি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় বলে জানান তিনি।
পরে জাহাঙ্গীরের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ ছাড়া তার বিরুদ্ধে বগুড়ায় শ্রমিক দল অফিস ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে আরেকটি মামলা রয়েছে।