র্যাবের ধারণা, বড় কোনো নাশকতা সৃষ্টির জন্য পূর্ব পরিকল্পিতভাবে হাতবোমাগুলো একত্রিত করা হয়েছিল।
Published : 21 Nov 2023, 01:52 PM
যশোরের সদর ও শার্শা উপজেলায় অবিস্ফোরিত ৩০টি হাতবোমা ও একটি এয়ার গান উদ্ধার করেছে র্যাব। তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি বলেন, খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার একটি পুকুর পাড় থেকে দুইটি বাজারের ব্যাগে উদ্ধার করা হয়।
“একটি ব্যাগে বিশেষভাবে রাখা ৯টি হাতবোমা ও অপর একটি ব্যাগ থেকে পিস্তল সদৃশ একটি এয়ারগান উদ্ধার করা হয়।”
তিনি আরও বলেন, “এ ছাড়া খবর পেয়ে র্যাবের আরেকটি দল সোমাবার রাত পৌনে ১০টার দিকে শার্শা উপজেলার বেনাপোল থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুর পাড়ের ঝোপ থেকে বালতিতে রাখা ২১টি হাতবোমা উদ্ধার করে।”
ককটেলগুলো উদ্ধারকালে কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
“ধারণা করা হচ্ছে, বড় কোনো নাশকতা সৃষ্টির জন্য পূর্ব পরিকল্পিতভাবে হাতবোমাগুলো একত্রিত করা হয়েছিল। হাতবোমা মজুতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবে অভিযান অব্যাহত থাকবে।”
বোমাগুলো যশোর কোতয়ালি ও বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।