দৌড়ে পালিয়েও বাঁচলেন না গৃহবধূ, ‘পিটিয়ে হত্যা’

ঘটনাস্থল থেকে পুলিশ তিন নারীকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2023, 05:19 PM
Updated : 26 March 2023, 05:19 PM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমির বিরোধে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান।

নিহত ৪৫ বছর বয়সী সুফিয়া খাতুন ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি ফারুক আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে সিরাজুল ইসলামের সঙ্গে তার সৎ ভাই আব্দুস সাত্তার, সুরজত আলী, হেকমত আলী ও আজিজুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল।

ওসি বলেন, সকালে ওই জমিতে সিরাজুলের তৈরি দোকান ঘর ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। এ সময় দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

“এক পর্যায়ে একদল লোক সিরাজুলের বাড়িতে হামলা করে। এ সময় সিরাজুলের স্ত্রী সুফিয়া খাতুন একা বাড়িতে ছিলেন। প্রতিপক্ষের হামলার ভয়ে সুফিয়া দৌড়ে শৌচাগারে আশ্রয় নেন। হামলাকারীরা সেখান থেকে খুঁজে বের করে সুফিয়ার ওপর হামলা করে।”

গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

ওসি ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সাবিনা আক্তার (৩৫), শিল্পী আক্তার (৩০) ও ফিরোজা বেগম (৪৫) নামের তিন নারীকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।