মহাসড়ক পার হওয়ার সময় অপর দিকে থেকে আসা মোটরসাইকেলটিকে বাসটি চাপা দেয়।
Published : 10 Feb 2024, 09:43 AM
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আলমগীর আশরাফ জানান।
নিহতরা হলেন- টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার পানকাটা গ্রামের ইসমাইল হোসেন (৫৫) এবং চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাড্ডা গ্রামের মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুইজন একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন।
ওসি বলেন, দুপুরে বগুড়া থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়ক পার হওয়ার সময় অপর দিকে থেকে আসা মোটরসাইকেলটিকে বাসটি চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে; চালক ও হেলপার পলাতক রয়েছেন।
মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]