এসব ক্যানে মোট আট হাজার ৮৭০ লিটার বিয়ার ছিল। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ১৫ লাখ চার হাজার টাকা।
Published : 29 Jun 2024, 02:30 AM
পটুয়াখালীতে কভার্ড ভ্যান বোঝাই বিপুল পরিমাণ বিয়ারসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার বিকালে পটুয়াখালী সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৮৮০ ক্যান বিয়ারসহ কভার্ড ভ্যানটি জব্দ করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন ।
আটককৃতরা হলেন- কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে বাশিরুল ইসলাম (২৮), নাচনাপাড়া এলাকার রফিক হাওলাদারের ছেলে মেহেদি হাসান রাব্বি (২৩) ও কভার্ড ভ্যানের চালক বরিশাল নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা হারুন মুন্সীর ছেলে রুবেল মুন্সী (৩৩)।
সহকারী পরিচালক এনায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপুল পরিমাণ বিয়ার নিয়ে একটি কভার্ড ভ্যান কলাপাড়ার উদ্দেশ্যে আসার গোপন সংবাদ পেয়ে তাদের একটি দল পটুয়াখালী সেতুর টোল প্লাজায় অবস্থান নেয়।
পরে কভার্ড ভ্যানটি টোল প্লাজা এলাকায় এলে সেটি আটক করা হয়। পরে তল্লাশি করে গাড়িটি থেকে চায়না একটি ব্র্যান্ডের ২৬ হাজার ৮৮০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
প্রতিটি ৩৩০ এমএল ওজনের এসব ক্যানে মোট আট হাজার ৮৭০ লিটার বিয়ার ছিল। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ১৫ লাখ চার হাজার টাকা।
এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক।