“আমরা এ দেশটাকে পুরোপুরি নিরাপদ করতে চাই। শুধু নৌ পথ নয়, সড়ক পথ নয়, সব ক্ষেত্রেই নিরাপদ করতে চাই।”
Published : 21 Jan 2024, 03:40 PM
বিএনপি নির্বাচনে না আসায় দেশ ভয়াবহতার হাত থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “বিএনপি নির্বাচনে আসলে তাদের সঙ্গে দেশ বিরোধীরা থাকতো। সে কারণে নির্বাচন উত্তেজনাপূর্ণ ও ভয়াবহতা পেতো। সেই ভয়াবহতার হাত থেকে দেশ রক্ষা পেয়েছে।”
রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “৭৫ পরবর্তী যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের মতো অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আগে কখনো হয়নি। সেটা শুধু বাংলাদেশই প্রত্যক্ষ করেনি, আন্তর্জাতিক মহলের যারা নির্বাচন নিয়ে সন্দিহান ছিল তারাও সন্তুষ্ট হয়েছে।”
জাতিসংঘসহ বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করবে বলে ইচ্ছা প্রকাশ করেছে, উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
মানিকগঞ্জের ফেরি দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “দুর্ঘটনা দুর্ঘটনাই, প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা হচ্ছে। তবে আমরা এ দেশটাকে পুরোপুরি নিরাপদ করতে চাই। শুধু নৌ পথ নয়, সড়ক পথ নয়, সব ক্ষেত্রেই নিরাপদ করতে চাই।”
নৌপথে দুর্ঘটনা অনেক কমে এসেছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, “গত ৫ বছরের প্রত্যেকটি ঘটনা তদন্ত করেছি এবং তদন্ত কমিটির প্রত্যেকটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। ”
নৌপরিবহন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলো আগামী ৫ বছরের মধ্যে আছে শেষ করতে চান জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের যে কাজগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছর ধরে চলছে এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া, শেষ করা চ্যালেঞ্জ। আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট সেটি হলো মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর। এ ছাড়া অসংখ্য প্রকল্প রয়েছে, এগুলো শেষ করাই আমাদের বড় চ্যালেঞ্জ।”
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, “প্রধানমন্ত্রী যেটি বলেছেন ১০ হাজার কিলোমিটার নৌপথ সেটাও আমরা সম্পন্ন করতে চাই। বদ্বীপ পরিকল্পনা যেটি ঘোষণা করেছেন, সেই পরিকল্পনার নদী-নালা, খালবিলের প্রবাহ নিশ্চিত করা। সেটি পানি সম্পদ মন্ত্রণালয়সহ সম্পন্ন করতে চাই।”
প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার স্মার্ট বাংলাদেশ ‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ বাস্তবায়নে তরুণ যুবকদের কর্মসংস্থানের জন্য মন্ত্রণালয় থেকে প্রকল্প নেওয়া হয়েছে, আরও নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অতিরিক্ত সচিব এম মতিউর রহমান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী, নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম মাকসুদ আলম, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর জিয়াউল হক, জাতীয় নদী রক্ষা কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন নাহার উপস্থিত ছিলেন।