যমুনার ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বিঘ্নিত

রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করা বলাকা কমিউটারের ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি শ্রীপুর স্টেশনে ফিরিয়ে আনা হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2022, 04:47 AM
Updated : 30 Nov 2022, 04:47 AM

গাজীপুরের শ্রীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথ আবার সচল হয়েছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা আক্তার জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেলে লাইন আটকে যায়। বিকল ইঞ্জিন সরানোর পর সকাল ৭টা ৪০ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়।

তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস সকাল ৬টা ২৬ মিনিটে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। কিন্তু আউটার সিগন্যালের কাছাকাটি পৌছা মাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

এসময় ময়মনসিংহগামী বলাকা কমিউটার রাজন্দ্রেপুর স্টেশনে যাত্রা বিরতি করেছিল। পরে বলাকার ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি শ্রীপুর স্টেশনে ফিরিয়ে আনা হয়। আর বলাকার ইঞ্জিন রাজন্দ্রেপুর ফেরত পাঠানো হয়।

পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন আসার পর সকাল সাড়ে দশটার দিকে যমুনা এক্সপ্রেস গন্ত্যবে রওয়ানা হয় বলে জানান এই রেল কর্মকর্তা।