নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
Published : 18 Apr 2024, 03:57 PM
গোপালগঞ্জে মাহেন্দ্র ও মাটি বোঝাই ট্রলির সংঘর্ষে এক ব্যবসায়ীর প্রাণ গেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নিলারমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান।
নিহত ৬৫ বছর বয়সী নজরুল ইসলাম খলিফা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের তহম আলী খলিফার ছেলে। তিনি ক্ষুদ্র ব্যবসা করতেন।
আহত চারজন মাহেন্দ্রর যাত্রী বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিাশ্চত করতে পারেনি।
ওসি বলেন, “মাহেন্দ্রটি টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। পথে মাটি বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাহেন্দ্র যাত্রী নজরুল খলিফার মৃত্যু হয়।”
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।