গত বছর থেকে এ পর্যন্ত দেশটিতে ৭৪ জনের শরীরে এ রোগ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩৪ জনের।
Published : 17 Apr 2025, 11:38 AM
ইয়োলো ফিভার বা পীতজ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর বুধবার কলম্বিয়ার সরকার দেশজুড়ে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে।
গত বছর থেকে এ পর্যন্ত দেশটিতে ৭৪ জনের শরীরে এ রোগ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩৪ জনের, পীতজ্বরের প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে দক্ষিণ আমেরিকার দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুইলেরমো আলফোনসো জারামিলো এমনটাই বলেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইয়োলো ফিভার বা পীতজ্বর হলো ভাইরাসজনিত রোগ, যা এইডিস ও হেমাগোগাস মশার কামড়ে ছড়ায়।
জারামিলো জানান, পীতজ্বরের প্রাদুর্ভাবে সবচেয়ে সঙ্কটাপন্ন অবস্থায় আছে কলম্বিয়ার মধ্যপশ্চিমাঞ্চলের তোলিমা, সেখানে ২২ জনের দেহে এই জ্বরের উপস্থিতি পাওয়া গেছে।
এ রোগ শনাক্ত করা তুলনামূলক কঠিন। কেননা এর উপসর্গের সঙ্গে অন্যান্য অনেক রোগের উপসর্গের মিল রয়েছে।
পীতজ্বরে আক্রান্ত ব্যক্তিদের কাঁপুনি দিয়ে জ্বর, শরীর ব্যাথা, মাথাব্যাথা, অরুচি এবং বমিভাব বা বমি হয়।
সময়মত চিকিৎসা না নিলে অতিরিক্ত জ্বর, রক্তক্ষরণ এমনকি কিডনি অকেজো হয়ে মৃত্যুও হতে পারে।