আচরণবিধি লঙ্ঘনের কারণে দুই মেয়র ও এক কাউন্সিলর প্রার্থীকে শোকজ করা হয়েছে।
Published : 27 Apr 2023, 11:49 PM
মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নির্বাচনী আচরণবিধি মানলেন না গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান।
গাজীপুর সিটি নির্বাচনে বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মহড়া বা প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি লোক না রাখার নির্দেশনা থাকলেও আজমত উল্লাকে দলবলসহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেতে দেখা গেছে।
এদিন তার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সকালে হাজার হাজার নেতা-কর্মী ভিড় জমান।
দলীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে উপস্থিত হন নেতা-কর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত হয়।
এরপর তিনি নেতা-কর্মী নিয়ে শহরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় তারা পথে পথে স্লোগান দেন।
এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, “আজমত উল্লা যখন আমার রুমে নিয়ম মেনেই এসেছিলেন। তবে বাহিরে বা দলীয় কার্যালয়ের সামনে কী হয়েছে সে বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।”
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৫ মে।
নির্বাচন কমিশন থেকে জানা যায়, ৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের তথ্য মতে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মেয়র পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আজমত উল্লাসহ মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন।
এদিকে, আচরণবিধি লঙ্ঘনের কারণে জাতীয় পার্টির মেয়র প্রার্থী, সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ-আল মামুন মণ্ডল ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সনজিৎ মল্লিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।