শরীয়তপুরে ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ ফেলা শেষে সিরাজগঞ্জে ফেরার পথে ওই শ্রমিক ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় বলে জানায় পুলিশ।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় ট্রলার থেকে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য জানিয়েছেন।
নিখোঁজ রবিউল (১৮) সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার চরকইজুরি এলাকার আনোয়ারের ছেলে।
ওসি সুমন বলেন, শরীয়তপুরের বাবুরচর এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ শেষে ট্রলারে করে সিরাজগঞ্জের ফিরছিলেন ২০-২৫ জন শ্রমিক। এক সময় হরিরামপুর উপজেলার ওই এলাকায় আসলে ট্রলার থেকে পদ্মায় পড়ে নিখোঁজ হয় রবিউল।
ওই ট্রলারে থাকা রবিউলের এক আত্মীয় জানান, ট্রলারের পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে সে নদীতে পড়ে যায়। এ ছাড়া রবিউলের মৃগী রোগ রয়েছে।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসেছে; ডুবুরির দল না থাকায় শিবালয় উপজেলার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান ওসি।