“এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
Published : 06 Feb 2025, 03:41 PM
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ট্রাকটি আটক করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের খামারগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি।
নিহত ৩৫ বছর বয়সী শামীম হোসেন টাঙ্গাইলের সেলিমপুর পাথরাইল গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “বৃহস্পতিবার সকালে শামীম নিজ বাড়ি টাঙ্গাইল থেকে শ্বশুর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে আসেন। এরপর অসুস্থ এক নিকট আত্মীয়কে ডাক্তার দেখানোর জন্য এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
“সেখান থেকে আবার শ্বশুরবাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহী শামীমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে থানা নেয় বলে জানান ওসি রওশন ইয়াজদানি।