সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে তিনটি নৌযানের মধ্যে সংঘর্ষের পর এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল ইসলাম জানান ।
নিখোঁজ শ্রমিক আকুব্বর আলী (৫৫) কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ এলাকার মৃত কাছেদ আলীর ছেলে।
শামসুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুপুরে বালুবাহী দুটি নৌযান উপজেলার খাসপুকুরিয়া থেকে জোতপাড়া ঘাটে যাচ্ছিল। ঘাটের কাছাকাছি পৌঁছলে সামনে থাকা একটি নৌযানের সঙ্গে সংঘর্ষের পর বালুবাহী একটি নৌযান উল্টে যায়।
তখন পেছনে থাকা অপর বালুবাহী নৌযানটি উল্টে যাওয়া নৌযানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অপর বালুবাহী নৌযানটিও ডুবে যায়।
এ সময় দুটি নৌযানে থাকা আট শ্রমিকের মধ্যে সাতজন সাঁতরে তীরে উঠলেও আকুব্বর নিখোঁজ হন।
নৌ পুলিশ কর্মকর্তা আরও জানান, বিকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নিখোঁজ শ্রমিকের সন্ধান মেলেনি। নৌযান দুটিও উদ্ধার করা যায়নি।