রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে চারটি টিকেটসহ তাকে আটক করে সেনাবাহিনী।
Published : 26 Mar 2025, 05:23 PM
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকেট কালোবাজারির অভিযোগে যুবককে আটক করা হয়েছে; যাকে চক্রের হোতা বলা হচ্ছে।
মঙ্গলবার মধ্যরাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে হাতেনাতে তাকে আটক করে বলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুল ইসলাম সোহাগ জানান।
আটক মাজহারুল ইসলামকে পরে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলিপ কান্ত নাথ বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।”